বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন নির্ধারণে নীতিমালা করতে কমিটি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৭:৩৬
প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ) বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষায় ফরম পূরণ ফিসহ যাবতীয় আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিবকে (কলেজ-১) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। বুধবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে গত ২৯ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।