কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝালকাঠিতে বাসের চালক-হেলপারের হামলায় নারী, শিশুসহ আহত ৩

প্রথম আলো রাজাপুর (ঝালকাঠি) প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ২০:২০

ঝালকাঠিতে ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছে না দেওয়ার প্রতিবাদ করায় বাসচালক ও হেলপারের হামলায় আহত হয়েছেন স্বামী, শিশুসন্তানসহ এক নারী। আজ বৃহস্পতিবার সকালে শহরের পেট্রলপাম্প মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত মমতাজ বেগম, তাঁর স্বামী আবদুল হক ও তাঁদের শিশুসন্তান মো. কাওছারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন।

আহত মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, আজ সকালে বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড থেকে শাপলা-শালুক নামের বাসের হেলপার ঝালকাঠির রাজাপুরে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের তিনজনকে গাড়িতে তোলেন। পরে তাঁদের রাজাপুরে না নিয়ে পথে ঝালকাঠি বাসস্ট্যান্ড–সংলগ্ন পেট্রলপাম্প মোড়ে নামতে বলা হয়। এর প্রতিবাদ করলে চালক মমতাজ বেগমকে লাথি মেরে বাস থেকে সড়কে ফেলে দেন। এ সময় ওই তাঁর স্বামী আবদুল হক ও সন্তান মো. কাওছার এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালিয়ে আহত করেন বাসের চালক ও হেলপার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও