বিসিবি প্রেসিডেন্টস কাপের জন্য লড়বেন তামিম-রিয়াদরা

বার্তা২৪ বিসিবি কার্যালয় প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৮:২৭

১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্বাবধায়নে ওয়ানডে সিরিজ। যেখানে ডাবল লিগ ভিত্তিতে লড়াইয়ে অংশ নেবে তিন দল। তিন দলের এ টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।

বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন সুজন টুর্নামেন্টের নাম জানালেন। সঙ্গে বললেন, এই টুর্নামেন্টে কোন স্পন্সর নিচ্ছেন না তারা। বিসিবির প্রধান নির্বাহী জানাচ্ছিলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে টুর্নামেন্টটি নামকরণ করা হয়েছে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেখানে স্পন্সরও নেওয়া হয় । কিন্তু এ টুর্নামেন্টের জন্য স্পন্সর নেয়ার কোনো পরিকল্পনা নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও