কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভ্যাট ফাঁকির ৮ কোটি টাকা পরিশোধ করলো পূবালী ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা সংস্থার বিশেষ নিরীক্ষায় উদঘাটতি ভ্যাট ফাঁকির প্রায় ৮ কোটি টাকা পরিশোধ করেছে পূবালী ব্যাংক। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। ভ্যাট গোয়েন্দা সংস্থা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায়, বিভিন্ন খাতে ৭ কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে। এই অনিয়মের মধ্যে রয়েছে-নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেয়া হয়নি-এমন ৬ কোটি ৫ লাখ টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২ শতাংশ হারে সুদবাবদ ১ কোটি ৪৫ লাখ টাকা। মইনুল খান জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দলের দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন