বর্তমান সরকারের অধীনে মানুষের জানমাল, ইজ্জত কোনো কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। সরকারি দলের দুর্বৃত্তদের হাতে সিলেট এম সি কলেজে নববধূ ধর্ষণ, বেগমগঞ্জে গৃহবধূর নারকীয় বিভৎসতাসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর উপর ঘৃণ্য সহিংসতার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম।
সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, মামলা, হামলা করে ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবেন। কিন্তু গতকালের সমাবেশে, আজকের সমাবেশ প্রমাণ করে বিএনপির মতো দলকে নিশ্চিহ্ন করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়, একদিন অত্যাচারীর পতন ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.