You have reached your daily news limit

Please log in to continue


যাঁরা এতদিন রিয়ার বিরুদ্ধে গলা ফাটাচ্ছিলেন তাঁরা কি এ বার তাঁর কাছে ক্ষমা চাইবেন? সরব বলিউডের একাংশ

২৮ দিন পর জেল থেকে ছাড়া পেলেন রিয়া চক্রবর্তী। বম্বে হাইকোর্ট জানিয়ে দিল অভিনেত্রী কোনও মাদক চক্রের সঙ্গে জড়িত নন। এই খবর বাইরে আসার পর খুশি বলিউডের একাংশ। তাপসী পান্নু তাঁদের মধ্যে অন্যতম। সুশান্তের মৃত্যুকে ইস্যু বানিয়ে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছিলেন তাঁদের একহাত নিলেন তাপসী। বললেন, “আশা করি রিয়ার সঙ্গে যা ঘটেছে তারপর সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হবে না। জীবন সবসময় ঠিক পথে এগোয় না। আপাতত সে জীবন ফিরে পেয়েছে এই অনেক”। তাঁর কথায় রিয়াকে জেলবন্দি করে অনেকের ‘ইগো’ তুষ্ট হয়েছে। তাপসীর সুরে সুর মিলিয়েছেন হুমা কুরেশি। টুইটে তিনি লিখেছেন, “প্রত্যেকের রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ। সুশান্তের মৃত্যুকে যারা খুন হিসেবে দেখাতে চেয়েছিলেন তাঁদের উপর এ বার তদন্ত হোক। একটি মেয়ে এবং তাঁর পরিবারের জীবন এ ভাবে নষ্ট করে দেওয়ার জন্য লজ্জা পাওয়া উচিৎ।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন