শান্ত, স্নিগ্ধ পুকুরপাড়ে হরেক রকমের ফুল, ফল আর সবজিগাছের সমাহার। দক্ষিণা মৃদু সমীরণে পুকুরের পানিতে ঢেউ খেলে যায়। মাচায় দোলা দেয় লাউ, কুমড়া কিংবা শিমগাছের পাতা। গ্রামবাংলায় খুবই পরিচিত দৃশ্য। শহরে এসব দৃশ্য অনেক কসরত করেও দেখা যায় না। কিন্তু বিদেশে? যেখানে বছরের ৯ মাসই থাকে ঠান্ডার চাদরে ঢাকা।
প্রখর সূর্যের আলো খুঁজে পাওয়া যেখানে অমাবস্যার চাঁদ। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে বসতবাড়ির সুইমিংপুলে দেশীয় শাকসবজির চাষ করে সে অসাধ্যসাধন করেছেন একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মুহাম্মদ মহিউদ্দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.