You have reached your daily news limit

Please log in to continue


নির্দেশ অমান্য বরদাস্ত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

জেলাশাসক নির্দেশ দিলেও জেলার নিচুতলার অফিসার, কর্মীদের একাংশ তা গ্রাহ্য করছেন না। বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় এমনটা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে উঁচুতলার অফিসারদের নির্দেশ অমান্য করার প্রবণতা যে প্রশাসনের অন্দরে অন্য বার্তা বহন করতে পারে তা অজানা নয় মুখ্যমন্ত্রীর। মমতাকে তাই বলতে শোনা গিয়েছে, ‘‘ডিএম ইনস্ট্রাকশন দিয়েছে কেন করছেন না। বলছে দেখা যাবে। বড়রা বললে কী হবে। আমি তো নিচুতলায় ফেলে রেখে দেব। এত বড় সাহস হয় কী করে। কার জন্য এই সাহসটা বেড়েছে আমি জানতে চাই। এটা ভাববেন না এক বছর আছে ইলেকশনের মমতাদিকে বেগ দিই।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন