You have reached your daily news limit

Please log in to continue


'ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় ধর্ষণের বিস্তার'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী অভিযোগ করেছেন, ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় দেশে ধর্ষণের বিস্তার ঘটেছে। ধর্ষকদের ফাঁসি দাবি করে তিনি বলেছেন, নারীর প্রতি সহিংসতা ভয়ংকর রূপ ধারণ করেছে। সবাই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হিসেবে ধর্ষকদের ফাঁসি চাইছে। জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা নেতাকর্মীদের নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ধর্ষণ বিরোধী নাগরিক সমাবেশে দিলারা চৌধুরী এসব কথা বলেন। ধর্ষণের প্রতিবাদে রাজধানীর বিজয়নগর সড়কে মানববন্ধন শেষে পল্টনের দলীয় কার্যালয়ে ওই নাগরিক সমাবেশ হয়। দিলারা চৌধুরী বলেন, কর্তৃত্ববাদী সরকার জেঁকে বসেছে। বাংলাদেশে আইনের শাসন নেই, বিচার নেই। বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় দেশব্যাপী ধর্ষণের ঘটনা ঘটছে। এখনই না হলে এই সমস্ত ঘটনাবলি ঘটতেই থাকবে। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত না হলে ধর্ষণ বন্ধ করা যাবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন