![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202010/533676_162.jpg)
রংপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই কারবারি গ্রেফতার
রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা থেকে ৮০ কেজি গাঁজা ও ৬২৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হলিদাবাড়ি রেলক্রসিং কাছে মেসার্স সুফিয়া ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর দাড়িয়ে থাকা একটি ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকের মাথার হুডের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।