অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান ছুরিকাঘাতে নিহত

ডেইলি বাংলাদেশ পিরোজপুর প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ২১:২৯

পিরোজপুরের কুমিরমারায় নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান লাওফা ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক নিজাম উদ্দিন।

তিনি বলেন, সন্ধ্যায় গুরুতর অবস্থায় লাওফাকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

নিহত লাওফার সহকর্মীরা বলেন, বেতন নিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার পথে সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন লাওফা। এ সময় তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও