You have reached your daily news limit

Please log in to continue


মণীশ-হত্যা: অকুস্থলের কাছেই গত ১ মাস ধরে লুকিয়ে রাখা ছিল আততায়ীদের

অকুস্থল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গত এক মাস ধরে ঘাঁটি গেড়ে ছিল মণীশ শুক্লর আততায়ীরা। মণীশ-খুনের তদন্তে নেমে ব্যারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পঞ্চাননতলা রোডে একটি নির্মীয়মাণ বহুতলের হদিশ পেয়েছে পুলিশ। সিআইডি সূত্রে খবর, ওই বহুতলের দোতলাতেই গত এক মাস ধরে ছিল ভাড়াটে খুনিরা। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, নাসির খান নামে এক সন্দেহভাজনকে জেরা করে ওই বাড়ির হদিশ পায় পুলিশ। পাঁচতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে খুনিরা থাকত বলে জানা গিয়েছে। ওই ফ্ল্যাটে বালিশ, বিছানা-সহ আততায়ীদের ব্যাবহার করা বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন