খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ আলামত
ডোবার মধ্যে ফেলে রাখা হয়েছে খেয়া পারাপারে ব্যবহৃত নৌকা। অবহেলায় অযত্নে নৌকার কাঠে পচন ধরেছে। নৌকার পাশেই রাখা আছে ধুলায় ধূসরিত ১০-১২টি গাড়ি। কোনোটার আসন, দরজা, চাকা, গ্লাস নেই। কোনোটার কেবল চাকা আছে আর কিছু নেই। সেখানে জন্মেছে আগাছা। ফলে ভাঙাচোরা এসব গাড়ি দীর্ঘদিন খোলা আকাশের নিচে থেকে পরিণত হয়েছে ধ্বংস্তুপে।
শহরের টানবাজার এলাকায় সদর মডেল থানায় গিয়ে দেখা গেছে এ দৃশ্য। একই চিত্র নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার।
জব্দকৃত এসব মালামাল নিয়ে ভোগান্তিতে আছে থানা পুলিশও। মামলা নিষ্পত্তি না হওয়ায় এগুলোর কোন ব্যবস্থা করা যাচ্ছে না বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.