কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইঁদুর মেরে ৩০০ কোটি টাকার শস্য রক্ষা

গত বছর ইঁদুর নিধন অভিযানে প্রায় প্রায় ১ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৭৮৫টি ইঁদুর নিধন করা হয়েছে। অভিযান চলাকালীন ইঁদুরের আক্রমণ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার ৯২৩ টন আমন ফসল রক্ষা পেয়েছে। যার বাজারমূল্য প্রায় ২৮৮ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে। এদিকে আজ বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান। এ অভিযান ৭ অক্টোবর শুরু হয়ে চলবে ৬ নভেম্বর পর্যন্ত। জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২০-এর প্রতিপাদ্য ‘সমন্বিত ইঁদুর নিধন, সুফল পাবে জনগণ’। জীববৈচিত্র্য রক্ষা করে বন্যপ্রাণীর আশ্রয়স্থল গড়ে তোলার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ৯ জন করে ‘মাউস হান্টার’ বা ইঁদুর শিকারী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। আজ জাতীয় ইঁদুর নিধন অভিযানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন