![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F2c850cb8-5b45-402b-aad9-5d69850d6808%252FBirth_Registration_day_in_Athens.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
গ্রিসে প্রথমবারের মতো জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপিত
এথেন্সের বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় জন্মনিবন্ধন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’।
বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতিতে গ্রিসের স্থানীয় আইন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান।