যে কারণে ওয়ানডে সিরিজের দলে নেই মেহেদি রানা
ওয়ানডে সিরিজের তিন দলের প্রতিটির মূল স্কোয়াডে আছে ১৫ জন করে। সেই ৪৫ জনে ঠাঁই হয়নি মেহেদি রানার। তাকে রাখা হয়েছে তামিম ইকবাল একাদশের স্ট্যান্ড বাই তালিকায়। প্রতি দলেই স্ট্যান্ড বাই আছেন তিনজন করে ক্রিকেটার।
গত বিপিএলে ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন মেহেদি রানা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফাইনালের দুয়ারে পৌঁছে যাওয়ায় তার অবদান ছিল বড়। পরে ঢাকা প্রিমিয়ার লিগে তাকে দলে নেয় চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। লিগের প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে নেন তিনি ৪ উইকেট। এরপর কোভিড-১৯ এর জন্য স্থগিত হয়ে যায় লিগ।
কোভিড বিরতির পর যখন ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়, মেহেদি রানা অনুশীলন শুরু করেছিলেন শুরুর দিকেই। পরে স্কিল ক্যাম্পের ২৭ জনের দলে তাকে রাখা হয়নি। সেটা খুব বিস্ময়কর কিছু ছিল না। ওই ক্যাম্পের দল গড়া হয়েছিল সম্ভাব্য শ্রীলঙ্কা সফরে তাকিয়ে মূলত বড় দৈর্ঘ্যের ক্রিকেটকে ভাবনায় রেখে। মেহেদি রানার বোলিং বেশি উপযোগী সীমিত ওভারের জন্য।