![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fchattagram_0.jpg%3Fitok%3DGfh5Vmof)
চট্টগ্রামে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলেন দুই তরুণী
চট্টগ্রামে ৯৯৯-এ ফোন পেয়ে একটি ফ্লাট থেকে দুই তরুণীকে উদ্ধার করছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।
ওই দুই তরুণীকে চাকরি দেওয়ার নামে সেখানে আটকে রেখে জোরপূর্বক অবৈধ কাজ করানো হচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় এক নারীসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. দেলোয়ার (২৫) এবং শাহীন আকতার (২৪)।