করোনায় খরচের তুলনায় আয় কমেছে বেশি
প্রথম আলো
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ১১:২৭
সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) করোনাকালীন আয়, ব্যয়, বেকারত্বের প্রভাব তুলে ধরেছে। সংস্থাটি বলছে, করোনায় মানুষের আয় কমেছে ২০ শতাংশ।
করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারের মাসিক গড় আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা। আগস্টে কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৯২ টাকায়। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে পরিবারপ্রতি আয় কমেছে প্রায় চার হাজার টাকা।