ময়মনসিংহের তারাকান্দায় দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন দিয়ে দফতরি আব্দুল কাইয়ুমের বাড়ির বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নানা সমালোচনা চলছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্কুল পরিচালনা কমিটির সদস্য জহিরুল আলম বলেন,
এলাকায় শিক্ষা প্রসারে ১৯৪৮ সালে জমিদার বিধুভূষণ ভট্টাচার্যের ৫৫ শতাংশ জমিতে গড়ে তোলা হয় দাদরা বিদ্যালয়টি। পরবর্তীতে সেটি দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপ পায়। পাঁচ রুমের হাফ-বিল্ডিংটিতে দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনা করলেও সম্প্রতি করোনার মধ্যে পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম ও প্রধান শিক্ষক রুহুল আমিন কাউকে না জানিয়ে পুরাতন ঐতিহ্যবাহী ভবনের তিনটি রুম ভেঙে ইট, টিন ও কাঠ নিয়ে গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.