মঙ্গলবার কলকাতায় সোনা-রুপোর দর কী? জানুন এক ক্লিকে....

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ২২:৩৩

ফের ঊর্ধ্বমুখী সোনা। মঙ্গলবার কলকাতার পাইকারি বাজারে ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম এক ধাক্কায় ৪৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। একইভাবে রুপোর দামও আকাশ ছোঁয়া। উৎসবের মরশুমে যারা গয়না কেনার চিন্তাভাবনা করছেন তাঁদের কাছে সোনার মূল্যবৃদ্ধির খবর নিঃসন্দেহে মন খারাপ হওয়ার মতো।

করোনা মহামারি এবং লকডাউনের কারণে ভারতে গয়নার চাহিদা তলানিতে এসে ঠেকেছে। তবুও সোনালি ধাতুর দাম কমেনি। বরং লকডাউনের মধ্যেই তা নয়া শিখর স্পর্শ করে। গত অগস্টের প্রথম সপ্তাহে কলকাতায় ১০ গ্রাম খাঁটি সোনার দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল প্রায় ৫৭ হাজার টাকার ঘরে। তবে তার পর থেকে মূল্যবান এই ধাতুর দরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছিল। গত ২৮ সেপ্টেম্বর শহরে ১০ হলমার্ক গয়নার দাম ছিল 0৪৮ হাজার ৫০০ টাকারও কম। সোনার দাম কমায় পুজোর আগে গয়নার বিক্রি বাড়বে বলে আশায় আশায় আছেন ব্যবসায়ীরাও। কিন্তু গত কয়েক দিন থেকে সোনার দাম ফের বাড়তে শুরু করেছে। তার সঙ্গে তালে তাল দিচ্ছে রুপো। সব মিলিয়ে পুজোর প্রাক্কালে ফের মুখ ভার ব্যবসায়ী থেকে গয়না প্রিয় বাঙালির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও