![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2Fshahbag-22.jpg%3Fitok%3DSALhy-0q)
‘ধর্ষকদের বিরুদ্ধে তো পুলিশকে এতো সক্রিয় দেখা যায় না’
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের বিচার দাবি এবং ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কুশপুত্তলিকা দাহ করে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলটি হাতিরপুল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী খুব দ্রুততার সঙ্গে অপরাধীদের ধরেছে। নোয়াখালীর ঘটনায় আমরা দেখেছি, ৩২ দিন পর ফেসবুকে ভিডিও ভাইরাল হলে তাদেরকে ধরা হয়েছে। এই অপরাধীরা যে পরিমাণ সাহসের সঙ্গে কাজটি করেছে, তাতে বোঝা যায় এরা দীর্ঘদিন ধরেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে