You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বজুড়ে টিকা সহজলভ্য করতে ডব্লিউএইচও-চীন আলোচনা

আন্তর্জাতিক পরিসরে কোভিড-১৯ এর টিকা সহজলভ্য করতে চীন তাদের দেশীয়ভাবে তৈরি টিকার মূল্যায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা চালাচ্ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। চীনে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ-ঝুঁকিতে থাকা জরুরি কর্মী এবং অন্যান্য জনগোষ্ঠীকে স্থানীয়ভাবে তৈরি টিকা দেওয়া হচ্ছে। যদিও টিকার ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শেষ হয়নি। একারণে চীনের টিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তিবিষয়ক সমন্বয় কর্মকর্তা অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, জরুরি ব্যবহারের তালিকায় চীন তাদের টিকার অন্তর্ভুক্তির জন্য এরই মধ্যে ডব্লিউএইচও’র সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। ডব্লিউএইচও’র তালিকাভুক্তির এই প্রক্রিয়ায় জনস্বাস্থ্যে জরুরি অবস্থার ক্ষেত্রে লাইসেন্সবিহীন কোনও টিকা কিংবা চিকিৎসাকে দ্রুত সহজলভ্য করতে এর মূল্যায়ন করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন