![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/04/ac-blust-narayanganj-mosque-040920-04.jpg1/ALTERNATES/w640/ac-blust-narayanganj-mosque-040920-04.jpg)
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎ মিস্ত্রির জামিন
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান মঙ্গলবার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে পিপি ওয়াজেদ আলী জানান।
তিনি বলেন, বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছে আদালত।
গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ অগ্নিদগ্ধ হন। তাদের ৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন। আরও কয়েকজন এখনও চিকিৎসাধীন।
ওই ঘটনার পরদিন তিতাস, ডিপিডিসি, মসজিদ কমিটিসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মুত্যু সংঘটনের’ অভিযোগ এনে ফতুল্লা মডেল থানা পুলিশ মামলা করে, যার তদন্ত করছে সিআইডি।