উত্তরায় একদিনে ১১৫৫টি অবৈধ সাইনবোর্ড অপসারণ
ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) চলমান অবৈধ সাইনবোর্ড উচ্ছেদের তৃতীয় দিন মঙ্গলবার রাজধানীর উত্তরায় ১ হাজার ১৫৫টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ সাইনবোর্ড নিলামে ৬১ হাজার ৯৩৭ টাকায় বিক্রয় করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৫টি মামলায় মোট ৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসি অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলীর পরিচালনায় উত্তরা আজমপুর এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১৫০টি সাইনবোর্ড অপসারণ করা হয়। উচ্ছেদকৃত এই সাইনবোর্ড নিলামে ২৩ হাজার ৬২ টাকা বিক্রয় করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।