ইতিহাসের আড্ডা: ভারতবর্ষের কিছু অসাম্প্রদায়িকতা
ইতিহাস আলোচনা বলতে যা বোঝায়, এটা তেমন কিছু না। তবে ইতিহাসের সাথে বিষয়টা যুক্ত বলে লেখার শিরোনাম দিলাম, ইতিহাসের আড্ডা। আড্ডাতেতো আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, আড্ডায় কথা বলতে সুবিধা, জ্ঞানের পাণ্ডিত্যের দরকার হয় না। শুরুতেই বলি আমি ইতিহাসের ছাত্র না। সমাজ বিজ্ঞানের ছাত্র। তাই সমাজকে জানতে সমাজের নানান বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ইতিহাস এক-আধটু জানতেই হয়। সেই অল্প দেখা থেকেই এই লেখা।
১৯৪৭ সালের আগে বাংলাদেশ আমরা ভারতবর্ষের মানচিত্রে ‘অবিভক্ত বঙ্গ’ নামে পরিচিত ছিলাম। তখন আজকের পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। এই তিনটি পৃথক দেশ মিলে একটি দেশ ছিল, নাম ছিল ভারতবর্ষ। অথবা ভারত উপমহাদেশ। সাতচল্লিশে আমরা ভাগ হয়ে গেলাম। বিশাল ভারত উপমহাদেশ দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। একটি ভারত, অপরটি পাকিস্তান। ১৯৭১ এ এসে আমরা আবার বিভক্ত হই, বলতে তৎকালীন পাকিস্তান রাষ্ট্র ভেঙে যায়। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি। তখন থেকে ভারতবর্ষের তিনটি স্বাধীন রাষ্ট্রে এখন পর্যন্ত টিকে আছে। একটি ভারত, অপর দুই রাষ্ট্র, বাংলাদেশ ও পাকিস্তান।