বেনাপোল বন্দর শ্রমিকের বাড়িতে ২০ ককটেল
যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত এক শ্রমিকের বাড়ি থেকে ২০টি তাজা ককটেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে অব্দুর রশিদের বাড়ি থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
এলাকাবাসী বলেন, এ বাড়ির দ্বিতীয় তালায় বেনাপোল বন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকে। সকালে বিজিবি অভিযান চালিয়ে বাড়ি থেকে ২০টি তাজা ককটেল জব্দ করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের পাঁচ নাম্বার গেটের সামনে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটের মধ্যে থেকে ২০টি তাজা ককটেল জব্দ করা হয়েছে। এ সময় সেখানে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ককটেল নিস্ক্রিয় করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১ বছর আগে