বাগান গড়ার কারিগরেরা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ১০:৩৫
‘বাগান করা আমার শখ’। তবে বাগান এখন স্রেফ শখে আটকে নেই। পরিবারের ফল-ফসলের জোগানও যখন বাগান থেকেই হয়, তখন বাগান করার প্রতি আগ্রহ বেড়ে যায় বহুগুণ। তাতে পরিবারের পুষ্টিচাহিদা যেমন মেটে, মেলে অক্সিজেনসমৃদ্ধ ফুরফুরে বাতাসে অবসর কাটানোর সুযোগ।
সে ক্ষেত্রে যাঁরা নতুন বাগান করবেন বলে ভাবছেন এবং এরই মধ্যে যাঁরা বাগান করেছেন—বাগানের সার্বিক সহযোগিতা পেতে যোগাযোগ করতে পারেন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে। ছাদের আয়তন অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে থাকা বাজেটেই গড়ে নিতে পারেন নিজেদের একখান বাগান।
- ট্যাগ:
- লাইফ
- বাগান পরিচর্যা
- কারিগর