যাদুকাটা নদীতে ভেসে আসা কয়লা দিয়েই চলছে সংসার
ফতার সময় ঘুম থাকি উঠি ভাত-ছালুন নাইন্দা খাইয়া, জাল বেলচা, কোদাল লইয়া গাঙ্গ আই কয়লা তুলতে। সকাল থাকি শুরু করি কয়লা তোলার কাম বিহাল পর্যন্ত হাঁটু ও কোমর পানিতে ভিজে বালি থেকে কয়লা বাইর করে বস্তায় ভরে পাড়ের নিয়ে এসে বিক্রি করি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘর-সংসার
- কয়লা
- সংগ্রহ
- যাদুকাটা নদী