সাবান-শ্যাম্পু ছাড়াই দূর করুন চা-কফির দাগ
আরটিভি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২০, ০৯:০৯
প্রিয় কোনো পোশাকে দাগ লাগলে কার না মন খারাপ হয়। দাগ থেকে মুক্তি পেতে সব সময় সাবান-শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট ব্যবহারের উপায় থাকে না। কখনও কখনও দাগে পোশাক একেবারেই নষ্ট হয়, পোশাকটা পরার মতো অবস্থা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে চা কিংবা কফির দাগের ক্ষেত্রে এমনটা হয়।
- ট্যাগ:
- লাইফ
- সাবান
- দাগ দূর করার উপায়
- কফি
- শ্যাম্পু