![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/10/06/image-186117.jpg)
বলে থুথু লাগিয়ে ভুল স্বীকার কোহলির
রবিন উথাপ্পার পর এবার বিরাট কোহলি। কোভিড পরবর্তী সময়ে বিধি ভেঙে বলে থুথু লাগিয়ে ফেললেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
সোমবার দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় নভদীপ সাইনির বলে পৃথ্বী শ’র কাভার ড্রাইভ আটকে দেন বিরাট কোহলি। তারপর বল ধরে সব ভুলে হঠাৎ করেই অভ্যাসবশত বলে লালা লাগাতে গিয়ে মনে পড়ে যায় কোভিড বিধি। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে হাসি মুখে ভুল স্বীকার করে নেন বিরাট কোহলি।