অ্যাপল ছাড়াও যেখানে সফল স্টিভ জবস
প্রথম আলো
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ২২:৫৫
কমই বেশি। বলতেন স্টিভ জবস। অ্যাপল ইনকরপোরেটেডের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা ‘মিনিমালিস্ট’দের দলেই ছিলেন। অ্যাপলে তাঁর হাত দিয়ে যত পণ্য বাজারে এসেছে, সব কটির নকশা বেশ সাদাসিধে। কোনো আড়ম্বর নেই। তবু দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
অগ্ন্যাশয়ের ক্যানসারে দীর্ঘদিন ভুগেছেন স্টিভ জবস। মারা যান ২০১১ সালের ৫ অক্টোবর। আজ তাঁর নবম মৃত্যুবার্ষিকী। তাঁকে আলাদা করে স্মরণ করার দিন। অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক আজ ৫ অক্টোবর টুইটারে স্টিভ জবসের ছবি পোস্ট করেছেন। সঙ্গে মায়া অ্যাঞ্জেলুকে উক্তি করে লিখেছেন, ‘মহৎ আত্মার মৃত্যু নেই। এটা বারবার আমাদের কাছে টেনে আনে।’ তুমি সব সময় আমাদের সঙ্গে আছ, স্টিভ। তোমার স্মৃতি প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে