হাথরসের তদন্তে সিবিআই নাকি সিট, মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে
হাথরস গণধর্ষণকাণ্ডের তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই, করবে নাকি কোনও বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT) করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সোমবার দু'টি জনস্বার্থ মামলা দায়ের হলে, শীর্ষ আদালত তা গ্রহণ করে। ৬ অক্টোবর, মঙ্গলবার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।
আদালত সূত্রে খবর, সমাজকর্মী সত্যমা দুবে এবং দুই আইনজীবী বিকাশ ঠাকরে ও রুদ্রপ্রতাপ যাদবের যৌথ জনস্বার্থ আবেদনটি সোমবার গ্রহণ করে প্রধান বিচারপতি এসএ বোবডে, বিচারপতি এস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রাহ্মণ্যের বেঞ্চ। আগামী কাল, মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম বেঞ্চ মামলাটির শুনানি।