নওগাঁয় ৭ হাজার হেক্টর ধান পানির নিচে
নওগাঁয় তৃতীয় দফার বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে দুটি প্রধান নদীর পানি।বর্তমানে আত্রাই নদীর শুধুমাত্র রেলওয়ে পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে ছোট যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তৃতীয় দফা বন্যায় জেলার আত্রাই, রাণীনগর ও মান্দা উপজেলায় ৬৬১৬ হেক্টর রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বিভিন্ন রকমের সবজি ১১১ হেক্টর নিমজ্জিত হয়েছে।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার আত্রাই উপজেলা।