You have reached your daily news limit

Please log in to continue


টিকিটের আশায় ঢাকায়, রাত কাটান উড়ালসড়কের নিচে

তিন বছর আগে সৌদি আরবে যাই। এবারই বাড়ি আসছি। ঝামেলা যেন না হয়, তার লইগ্যা সৌদি এয়ারলাইনসের রিটার্ন টিকিট কাইটা আইসি। এখন টিকিটও পাইছি না, যাইতেও পারতাসি না। টিকিটের আশায় রাত কাটাই মগবাজার ফ্লাইওভারের নিচে।’- হোটেল সোনারগাঁওয়ের সামনে আক্ষেপ নিয়ে গতকাল সোমবার কথাগুলো বলছিলেন সৌদিপ্রবাসী আবদুল কাদের। আবদুল কাদের প্রথম আলো বলেন, ‘আমি লেখাপড়া জানি না। কিছু বুঝিও না। টিকিট, পাসপোর্ট নিয়ে যার কাছেই জানতে চাই, সেই নানান কথা কয়। আসল কাজ কিছুই হয় না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন