‘যোগী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে আন্তর্জাতিক চক্রান্ত’, হাথরস নিয়ে দাবি পুলিশের
হাথরস-কাণ্ডে নির্যাতিতা ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, সে ব্যাপারে সন্দিহান তারা। কিন্তু বিষয়টি নিয়ে দেশ জুড়ে যে বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে, তার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে বলে দাবি উত্তরপ্রদেশ পুলিশের। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা। শুধু তাই নয়, ইতিমধ্যে অজ্ঞাতপরিচয় চক্রান্তকারীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়ে গিয়েছে। তাতে বলা হয়েছে, ভিন্ন জাতের মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে, যোগী আদিত্যনাথ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছেন কিছু মানুষ।
হাথরস-কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) মাধ্যমে তদন্তের সুপারিশ করেছেন যোগী আদিত্যনাথ। সিবিআই আনুষ্ঠানিক ভাবে তার তদন্তভার হাতে নেওয়ার আগেই, রবিবার রাতে চাঁদপা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে ষড়যন্ত্রকারী হিসেবে Justiceforhathrasvictim.carrd.co নামের একটি ওয়েবসাইটেরও উল্লেখ রয়েছে। দাঙ্গা চলাকালীন কী করা উচিত, কী নয়, পুলিশের কাঁদানে গ্যাস থেকে কী ভাবে রেহাই পাওয়া যায়, ওই ওয়েবসাইেট সে সবের ফিরিস্তি দেওয়া ছিল বলে দাবি উত্তরপ্রদেশ পুলিশের।