ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে বাইডেন

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ১৬:৫৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এনবিসি নিউজ ও ওয়ালস্ট্রিট জার্নালের সর্বশেষ জরিপ বলছে, ৩ নভেম্বরের নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে বাইডেন এখন জাতীয়ভাবে ১৪ পয়েন্টে এগিয়ে। গতকাল রোববার এই জরিপের ফল প্রকাশিত হয় বলে ইউএসএ টুডের এক খবরে জানানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের বাইডেন। অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ ওই বিতর্কের মাত্র দুই দিনের মাথায় এই জরিপ চালানো হয়। আর ২ অক্টোবর যখন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর বেরোয়, তার আগেই এই জরিপ শেষ হয়েছে। ট্রাম্প বর্তমানে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও