এখনও অক্ষত আড়াই হাজার বছরের পুরোনো কফিন ও মমি!

যমুনা টিভি মিশর প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ১৬:০৯

মিশরে সন্ধান মিলেছে আড়াই হাজার বছরের পুরোনো বেশ কিছু কফিন ও মমি'র। প্রতিটি কফিনে রয়েছে শৈল্পিক কারুকাজ এবং রং এর ব্যবহার। যা এখনও অক্ষত অবস্থায় রয়েছে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সাক্কারা অঞ্চল থেকে সন্ধান মিলেছে এসবের। এটিকে অনন্য আবিষ্কার বলছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা মমি গুলো প্রাচীন রাজবংশের সদস্য এবং যাজকদের।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে