![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Fca98e23c-d00e-4906-9f83-54e2ab676af9%252FBiman.jpg%3Frect%3D0%252C0%252C900%252C473%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ক্ষতি ১১০০ কোটি টাকা
মিসর থেকে দুটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করেছিল বাংলাদেশ বিমান। পাঁচ বছরে এই দুটি উড়োজাহাজের কারণে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের মার্চ ও মে মাসে মিসরের ইজিপ্ট এয়ার থেকে পাঁচ বছরের চুক্তিতে দুটি উড়োজাহাজ (বোয়িং ৭৭৭-২০০ ইআর) ভাড়ায় আনে বাংলাদেশ বিমান।