পরিবারের কাছে ফিরে গেলেন ২০ বছর আগে হারিয়ে যাওয়া সেই আসমা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে ছোট্ট আসমা হারিয়ে যায়। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিজের মা-বাবা, ভাই-বোনকে ফিরে পেলেন আসমা। রোববার দুপুরে নোয়াখালী পৌরসভার মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি পৌর কনভেনশন সেন্টারে পুনঃএকত্রীকরণ অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আসমাকে ফিরে পেয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন মা রোকাইয়া বেগম ও বোন রানু বেগম। চোখের পানিতে বুক ভাসিয়েছেন আসমাও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পুনঃএকত্রীকরণের নেপথ্য কারিগর সাংবাদিক মেজবাহ উল হক মিঠুসহ নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ব্রাইটার্স টিম অব বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা নুসরাত জাহান, আসমার আশ্রয়দাতা ফাতেমা জোহরা সীমা, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সংগঠক সুমন নুর প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.