![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/04/og/200054_bangladesh_pratidin_image-351433-1601817566.jpg)
ছাত্রাবাসে গণধর্ষণ; আদালতে স্বীকারোক্তি দিল বাকি দুই আসামি
সিলেটেরএমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মামলায় গ্রেফতারকৃত ৮ আসামির সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার দুইজনের জবানবন্দি রেকর্ড করেন আদালত।
এর আগে বাকি ৬ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবিন্দতে আসামিদের কেউ ধর্ষণের ও কেউ সহযোগিতার কথা স্বীকার করেছে।