![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe2451e98-27b7-45a8-bdab-8a2446dcd745%252FLibya_Th.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জানু মিয়ার পেটে গুলির ক্ষত, বকুলের উড়ে গেছে দুটি আঙুল
পরনের গেঞ্জিটা একটুখানি তুলতেই জানু মিয়ার পেটের একপাশে গুলির ক্ষত দেখা গেল। তাঁর পাশে তখন দাঁড়িয়ে মো. বকুল হোসেন। বকুলের হাতের দুটি আঙুল উড়ে গেছে।
পেছনে গুলিবিদ্ধ ফিরোজ ব্যাপারী ক্রাচ ছাড়া হাঁটতে পারেন না আর। বাংলাদেশের এই তরুণেরা ভাগ্য ফেরাতে লিবিয়া গিয়েছিলেন। একরকম পঙ্গু হয়ে দেশে ফিরেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংবাদ সম্মেলন
- প্রবাসী
- লিবিয়া