ফিক্সিংয়ের কালোছায়া আবারও পড়েছে ক্রিকেটে। নিশ্চিতভাবেই মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএলে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও নিশ্চিত হয়েছে যে, একজন ক্রিকেটারের সঙ্গে ফিক্সিংয়ের বিষয়টা জড়িয়ে পড়েছে। এবার তদন্তের কাজও শুরু করে দিলো বিসিসিআইয়ের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু) বা দুর্নীতি দমন সংস্থা।
বিসিসিআই’য়ের আকসুর প্রধান তথা রাজস্থান পুলিশের সাবেক ডিজিপি অজিত সিং জানিয়েছেন, ‘আইপিএলের এক ক্রিকেটারের কাছে সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব আসে এক জুয়াড়ির পক্ষ থেকে। দল জৈব নিরাপত্তা বলয়ে থাকার কারণে প্রস্তাবটি অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেটারের কাছে পৌঁছায় বলে জানা গেছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.