'সরকার নয়, মেয়েরা সংস্কারী হলেই থেমে যাবে ধর্ষণ!' নিদান বিজেপি বিধায়কের
হাথরস নিয়ে গোটা দেশজুড়ে তোলপাড় চলছে। যোগী আদিত্যনাথ সরকারকে চরম চাপের মুখে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে। কিন্তু কেন এত ধর্ষণ উত্তরপ্রদেশে? এমনই এক প্রশ্নের উত্তরে ধর্ষণ বন্ধ করারও উপায় বাতলে দিলেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর কথায়, মেয়েরা সুশিক্ষা পেলে আর সংস্কারী হলেই থেমে যাবে দেশজুড়ে ধর্ষণের ঘটনা।
বালিয়ার বিধায়কের দাবি, মেয়েদের সংস্কারই সমাজ থেকে ধর্ষণের মতো রোগ দূর করতে পারে। তাঁর দাবি, শুধু সরকার বা পুলিশ শ্লীলতাহানি বা ধর্ষণের মতো ঘটনা বন্ধ করতে পারবে না। তাহলে উপায়? বিজেপি বিধায়কের মতে, মেয়েরা সংস্কারী হলেই মিটে যাবে সব। কীভাবে সংস্কারী হতে হবে, তা নিয়েও উপায় বাতলেছেন ওই বিজেপি বিধায়ক।