![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F4f0bbff5-1f69-487c-9125-247a99e2ce6c%252Fprothomalo_bangla_2020_09_4a65e8fa_80bd_4c72_90ac_257f7870241b_prothomalo_import_media_2020_01_12_17.jpg%3Frect%3D47%252C0%252C1034%252C543%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ঘরহারা দুই এতিম শিশু এবং মধ্যরাতে জাগ্রত বিচার
প্রথম আলো
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৮:০৭
জুডিশিয়াল অ্যাকটিভিজমের ইতিহাসে একটি নতুন মাত্রা যুক্ত হলো। মধ্যরাতে কোর্ট ‘বসলো’। সত্যি সত্যি কিন্তু কেউ বসলো না। এর আগে মধ্যরাতে আদালত বসানোর কয়েকটি ঘটনা অবশ্য ছিল। ইনকিলাব পত্রিকা সংশ্লিষ্ট একজনের জামিনের ঘটনায় মধ্যরাতে আদালত বসেছিল। ৫ম সংশোধনীর রায়ের পরে ভীত বিএনপি মধ্যরাতে আদলত বসিয়ে হাইকোর্টের রায়ের স্টে নিয়েছিল।
অন্য একটি ঘটনায় যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ রাত নয়টার দিকে স্টে হয়েছিল—ঠিক মধ্যরাতে নয়। আবার রানা প্লাজা দুর্ঘটনার পরে উদ্ধারকাজের সময়ে সেখানে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটলে মধ্যরাতে আদালত হস্তক্ষেপ করেছিলেন।