![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F4da1457b-541d-446b-a424-29f4dd539e55%252FUntitled_6.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ওই দুই শিশুকে নিরাপত্তা দিতে বললেন হাইকোর্ট
সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে ১১ অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা দিতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুসহ উভয় পক্ষকে সেদিন আদালতে আসতে বলা হয়েছে। সেদিন উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশের জন্য আদালত দিন ধার্য করেছেন।
আজ রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বিকেলে এ আদেশ দেন। এর আগে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ওই দুই শিশু ও তাদের মাকে বাসায় পৌঁছে দিতে স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছিলেন একই আদালত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে