ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ব্যবহারের পন্থা
ভিটামিন ই ত্বককে প্রাকৃতিকভাবেই সুরক্ষিত রাখতে সহায়তা করে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই’র ব্যবহার সম্পর্কে জানানো হল।
শুষ্ক ত্বকের মাস্ক: ভারী মেইকআপ তুলে ফেলার পরে ত্বকের প্রয়োজন আর্দ্রতা ও আরামদায়ক মাস্ক। অ্যালো ভেরার সঙ্গে ভিটামিন ই মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এটা ত্বককে সুরক্ষিত করতে সহায়তা করে।
‘আই ক্রিম’: ভিটামিন ই’তে আছে প্রদাহনাশক ও কোলাজেন সুরক্ষিত রাখার ক্ষমতা যা ত্বকের বলিরেখা দূর করে। জোজোবা তেলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে চোখের নিচে ব্যবহার করুন। এটা ত্বক মসৃণ ও কোমল রাখতে সহায়তা করে।
এক্সফলিয়েট করতে: ভিটামিন ই এবং সি একসঙ্গে খুব ভালো কাজ করে। পেঁপে মিহি কুচির সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই যোগ করে ত্বকে ব্যবহার করুন। পেঁপে ত্বক থেকে মৃতকোষ দূর করে উজ্জ্বলভাব ফুটিয়ে তুলবে এবং ভিটামিন ই ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- চুলের যত্ন
- ভিটামিন ই
- অ্যাপল