You have reached your daily news limit

Please log in to continue


Bigg Boss 14: শুরু হয়ে গেল 'যুদ্ধ', সলমানের শো-তে এবারে প্রতিযোগী কারা?

অপেক্ষার অবসান। শনিবার, ৩ অক্টোবর ২০২০-তে গ্র্যান্ড প্রিমিয়ার হল 'বিগ বস ১৪'-র। করোনাভাইরাসের কালবেলায় স্বাভাবিক ভাবেই বিগ বস ১৪-র ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখেই শ্যুটিং ও খেলা হবে। কোভিড প্রোটোকল অনুযায়ীই সব দিক খতিয়ে দেখে কাজ করতে চায় চ্যানেল কর্তৃপক্ষ। তাই সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্বই হবে এবারের বিগ বস ১৪-র থিম। সলমান খানের পুরনো ও চেনা মেজাজেই প্রিমিয়ার হল শো-এর। যেন একেবারে 'সোয়্যাগ সে স্বাগত'। এবারের বিগ বস ১৪-র ঘরে কারা কারা খেলতে এলেন? বেশ কয়েকদিন ধরেই নানা প্রতিযোগীর নাম শোনা গিয়েছে। তবে প্রিমিয়ার হওয়ার পরই সর্বশেষ তালিকা প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে ১৫ দিন পর অংশগ্রহণকারীরা চূড়ান্ত হবেন। ইতোমধ্যে চার জনকে বাতিল করা হয়েছে। এক নজরে দেখে পূর্ণ তালিকা --
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন