প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মেক্সিকো
প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের পদত্যাগের দাবিতে মেক্সিকোতে বিক্ষোভ হয়েছে। শনিবার মেক্সিকো সিটিতে দেড় হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রায় দুই বছর আগে দায়িত্ব গ্রহণের পর এ প্রথম দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে এ বড় বিক্ষোভ হতে দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানীর ঐতিহাসিক কেন্দ্রের বিশাল প্রধান চত্বরে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা অনেকেই মেক্সিকান পতাকা উত্তোলন করেছিলেন এবং কিছু লোক "লোপেজ আউট" বলে স্লোগান দিচ্ছিলেন।
বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তা থাকলেও তার অর্থনীতি পরিচালনা এবং সুরক্ষা সম্পর্কিত রেকর্ড অনেক মেক্সিকানকে বিচলিত করেছে বলে জানা গেছে।