২৫০০ বছর আগের কফিন উদ্ধার
প্রায় ২ হাজার ৫০০ বছর আগের সংরক্ষণ করা ৫৯টি কাঠের কফিন উদ্ধার করেছেন মিশরের প্রত্নতাত্ত্বিকেরা। গতকাল শনিবার ২৬তম রাজবংশের পুরোহিত ও যাজকদের এসব কফিন উন্মুক্ত করা হয়।
প্রত্নতাত্ত্বিকেরা বলেছেন, কয়েক দিন আগেও বিস্তৃত সাক্কারা নেক্রোপলিসে আরও বেশ কিছু কফিন পাওয়া গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদ্ধার
- কফিন
- পুরোহিত