![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/10/04/e12e22a7f922cdfedbad4159474ac1d1-5f791cef669b5.jpg?jadewits_media_id=691778)
প্রযুক্তি পণ্য উৎপাদকদের কাছে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৫:০০
প্রযুক্তি পণ্য উৎপাদকদের কাছে দেশ হিসেবে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিশাল বাজার তাদের আকৃষ্ট করছে। তাই প্রযুক্তি পণ্য উৎপাদকরা এ দেশে কান্ট্রি অফিস চালু করছে। কান্ট্রি অফিস দিতে না পারলে প্রতিনিধি নিয়োগ করছে। এসবের ফলে সংশ্লিষ্টদের ব্যবসার পরিধি বড় হচ্ছে, মার্কেট শেয়ার বাড়াতে সহায়তা করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।